বিশ্বকাপে খেলতে না পেরে বাংলাদেশ ক্রিকেট কতটা ক্ষতির মুখে পড়ল, এই আলোচনা এখন সর্বত্র। দেশের ১ নম্বর খেলা হয়ে ওঠার পর এই ঘটনা ক্রিকেটকে আবার পতনের দিকে টেনে নিয়ে যাবে কি না, তত দূরও ভাবছেন কেউ কেউ। সেখানে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের অন্য কোনো পদক্ষেপে প্রশ্নবিদ্ধ হলে নিশ্চিতভাবেই তা নতুন বিতর্ক তৈরি করবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে শ্যুটিং দলকে দিল্লিতে যাওয়ার অনুমতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তেমনই এক বিতর্ক উসকে দিয়েছে।







