রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, ‘দলের প্রধানের রংপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালেক্টরেট মাঠে জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। তারেক রহমান এ জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।’দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম ও স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ শেষ পর্যায়ে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই জনসভা রংপুরসহ উত্তরবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।উল্লেখ্য, শুক্রবার রাতে তারেক রহমান পুনরায় বগুড়ায় রাত যাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি তার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।