বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় রংপুরে আসছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সে উপলক্ষে প্রস্তুত কালেক্টরেট মাঠ, চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী যাবেন। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।এরপর দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে বগুড়াতেই রাত যাপন করবেন তিনি।’আব্দুস সাত্তার আরো বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় গিয়ে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুর শহরে ফিরে আসবেন। বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।’রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন-এটি আমাদের জন্য আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102