মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহের পথে তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুলশানের বাসভবন ছাড়ে তার গাড়িবহর।

এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। এদিন দুপুর আড়াইটায় সার্কিট হাউস মাঠে দলীয় জনসভায় তিনি বক্তৃতা করবেন।

এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে ভাষণ দেখানো হবে। পাশাপাশি জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

আরও পড়ুন

ময়মনসিংহের জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠে বিএনপি চেয়ারম্যানের জনসভা করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় তিনি যোগ দেবেন ঢাকার উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠের জনসভায়।

গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসায় জনসভা করে নির্বাচনি যাত্রা করেন তারেক রহমান। এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102