মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

উত্তরার বিএনপি নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর হয়।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজমল হুদা মিঠুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা শেষে দলীয়ভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে আজমল হুদা মিঠু দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা দল রাখে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102