আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে রাজধানীর উত্তরখান এলাকার শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণে গণসংযোগ পূর্ববর্তী এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ঢাকা-১৮ আসনে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজদের ঠাঁই হবে না। ৩৮ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত থেকে মানুষের সেবা করেছি, আগামীতেও ভালো মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক দেশ গড়তে চান। আর মানবিক দেশ গড়তে হলে সাধারণ মানুষের কষ্ট হয় এমন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।”
বিগত করোনা মহামারীর কঠিন সময়ের কথা স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, “যখন সন্তানেরা বাবার লাশ ফেলে চলে যেত, তখন তারেক রহমানের নেতৃত্বে আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিয়েছি এবং সাধ্যমতো সহায়তা পৌঁছে দিয়েছি। বিএনপি সব সময় জনগণের বিপদে পাশে ছিল এবং আছে।”
সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আল্লাহর রহমতে এবং জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ প্রদান করা হবে। এ ছাড়া ক্ষমতায় আসার ১৮ মাসের মধ্যে সারাদেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান,যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জামির হোসেন, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এবং তুরাগ থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ খিলক্ষেত, বিমানবন্দর ও ভাটারা থানার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।