নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির এক সদস্য আহত হন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া (৪৫) পেশায় একজন মৎস্য ব্যবসায়ী এবং তিনি ফজলু হকের ছেলে।
হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সব সদস্য জেগে ছিলেন। হঠাৎ করে ১৫–২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সাতটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
তিনি আরো বলেন, ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতি চলাকালে বাধা দিতে গেলে তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ডাকাতির সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে।
জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।