এই সপ্তাহটি নির্ধারণ করে দিতে পারে, পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনীতিকদের জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’
তবে পাঁচ দিন ধরে চলা যোগাযোগ অবরোধের মধ্যেও বাস্তব চিত্র বাইরে পৌঁছাচ্ছে। স্টারলিংক স্যাটেলাইট, প্রযুক্তিগত কৌশল আর সাহসের মাধ্যমে ফাঁস হচ্ছে ভয়াবহ তথ্য, হাসপাতালগুলোতে আহতদের ঢল, খোলা জায়গায় অস্থায়ী মর্গ, সারি সারি কালো মরদেহের ব্যাগ।
এর মাঝে, দিনের আলোয় তেহরানের রাস্তায় সরকার সমর্থকদের মিছিলও দেখা গেছে।
২০২২-২৩ সালের ছয় মাসব্যাপী আন্দোলনে প্রায় ৫০০ মানুষের মৃত্যু ও ২০ হাজারের বেশি গ্রেপ্তারের তথ্য দিয়েছিল মানবাধিকার সংস্থাগুলো। এবার কয়েক সপ্তাহের মধ্যেই নিহতের সংখ্যা সেই সীমা ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনও মৃত্যুর বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না। বিক্ষোভকারীদের নিহত হওয়ার খবর এবং অস্থায়ী মর্গের দৃশ্য সম্প্রচার করা হচ্ছে।
সরকারি ভবনে আগুন দেওয়া ও সহিংসতার ঘটনায় সরকার ‘সন্ত্রাসী ও দাঙ্গাবাজ’ আখ্যা দিচ্ছে আন্দোলনকারীদের। ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ’ এমন অভিযোগে আইনি ভাষাও হয়েছে ভয়ংকর—যাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
সরকারের অভিযোগের তীর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিদেশি শত্রুদের দিকে। বিশেষ করে গত বছরের সংঘাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশের বিষয়টি এই অভিযোগকে আরো জোরালো করেছে।
এই আন্দোলনের শুরুটা ছিল নিতান্তই দৈনন্দিন এক ঘটনায়। ২৮ ডিসেম্বর তেহরানের আমদানিনির্ভর ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ীরা আকস্মিক মুদ্রাপতনে দোকান বন্ধ করে ধর্মঘট ডাকেন। সরকার প্রথমে আলোচনার আশ্বাস দেয়। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ‘যৌক্তিক দাবির’ কথা স্বীকার করেন।
সবার হিসাবে প্রায় সাত ডলার করে মাসিক ভাতা দেওয়া হয়। কিন্তু মূল্যস্ফীতি থামেনি; বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
তিন সপ্তাহের মধ্যেই ছোট শহর থেকে বড় নগর, সব জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দাবি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরিবর্তনেরও।
এদিকে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দুর্নীতি, অপশাসন, সামাজিক স্বাধীনতার ওপর কড়াকড়ি মিলিয়ে ইরান গভীর সংকটে। তবু বিশ্লেষকদের মতে, সম্পূর্ণ পতনের জন্য নিরাপত্তা বাহিনীর আনুগত্যে ভাঙন দরকার সে বিষয়টি এখনো অনুপস্থিত।
কার্নেগি এনডাওমেন্টের বিশ্লেষক করিম সাজ্জাদপুর বলেন, ‘যতক্ষণ না দমনকারী বাহিনী মনে করছে তারা এই ব্যবস্থার পক্ষে হত্যা করেই লাভবান হবে, ততক্ষণ পূর্ণাঙ্গ পতন আসবে না।’
৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তার চারপাশে রয়েছে আইআরজিসিসহ সবচেয়ে অনুগত শক্তিগুলো।
সাবেক যুবরাজ রেজা পাহলভি ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানালেও তা বিতর্কিত। অন্যদিকে নোবেলজয়ী নার্গেস মোহাম্মদি ও চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জোর দিচ্ছেন শান্তিপূর্ণ, অভ্যন্তরীণ পরিবর্তনের ওপর।
ইরানের রাজপথে আবার দেখা যাচ্ছে ইসলামী বিপ্লব-পূর্ব ‘সিংহ ও সূর্য’ খচিত পতাকা। যা পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।







