ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারী ১৭ প্রার্থীর মধ্যে ৮প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হলেও বাকী ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়নি।
ইসি কর্তৃক এখন পর্যন্ত বৈধতা না পাওয়া প্রার্থীরা হলেন- এ,এম,এম, শহীদুজ্জামান কোরেশী (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (লিবারেল ডেমোক্রেটিক পার্টি – এলডিপি), মোঃ আনোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ মহিউদ্দিন হাওলাদার (স্বতন্ত্র), এম এম আহসান হাবিব (গণঅধিকার পরিষদ (জিওপি)), মিসেস সাবিনা জাবেদ (ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)), সৈয়দ হারুন -অর – রশীদ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ), মোঃ ইসমাইল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন) (বাংলাদেশ খেলাফত মজলিস)।
অপরদিকে, মনোনয়নপত্র বৈধ হিসেবে তালিকায় নাম আসা প্রার্থীরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরিফুল ইসলাম, গণসংহতি আন্দোলন প্রার্থী বিলকিস নাসিমা রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মুহাম্মদ আশরাফুল হক, খেলাফত মজলিস প্রার্থী সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. জসিম উদ্দিন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইসি সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে আইন ও বিধিমালা অনুযায়ী এসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্ধিতায় অংশ নিতে মোট ১৭ প্রার্থী মনোনয়নপত্র ইসি বরাবর দাখিল করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এদের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ বৈধতা পেলেও বাকী ৯ প্রার্থীর মনোনয়পত্র এখনো বৈধতা পায়নি। প্রার্থীদের আপিলের ভিত্তিতে এসব প্রার্থীর মনোনয়নপত্র সর্বশেষ অবস্থা আগামী ১৮ জানুয়ারির মধ্যে ঘোষণা করবে ইসি। এরই মধ্যে অধিকাংশ প্রার্থীই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা বরাবর আপিল করেছে বলে জানা গেছে।