বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আয়োজিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬ দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল টঙ্গীর মেইল গেইটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল হোসেন আর নেই স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সোহরাওয়ার্দীতে ভুল ইঞ্জেকশনে শিশুর মৃত্যু, অভিযুক্ত নার্স পলাতক একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে: নজরুল ইসলাম খান বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ ‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল’ ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

ঢাকা-১৮তে এখনো বৈধতা পায়নি ৯ প্রার্থীর মনোনয়ন, বৈধ ৮

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারী ১৭ প্রার্থীর মধ্যে ৮প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হলেও বাকী ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়নি।

ইসি কর্তৃক এখন পর্যন্ত বৈধতা না পাওয়া প্রার্থীরা হলেন- এ,এম,এম, শহীদুজ্জামান কোরেশী (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (লিবারেল ডেমোক্রেটিক পার্টি – এলডিপি), মোঃ আনোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ মহিউদ্দিন হাওলাদার (স্বতন্ত্র), এম এম আহসান হাবিব (গণঅধিকার পরিষদ (জিওপি)), মিসেস সাবিনা জাবেদ (ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)), সৈয়দ হারুন -অর – রশীদ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ), মোঃ ইসমাইল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন) (বাংলাদেশ খেলাফত মজলিস)।

অপরদিকে, মনোনয়নপত্র বৈধ হিসেবে তালিকায় নাম আসা প্রার্থীরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরিফুল ইসলাম, গণসংহতি আন্দোলন প্রার্থী বিলকিস নাসিমা রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মুহাম্মদ আশরাফুল হক, খেলাফত মজলিস প্রার্থী সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. জসিম উদ্দিন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে আইন ও বিধিমালা অনুযায়ী এসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্ধিতায় অংশ নিতে মোট ১৭ প্রার্থী মনোনয়নপত্র ইসি বরাবর দাখিল করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এদের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ বৈধতা পেলেও বাকী ৯ প্রার্থীর মনোনয়পত্র এখনো বৈধতা পায়নি। প্রার্থীদের আপিলের ভিত্তিতে এসব প্রার্থীর মনোনয়নপত্র সর্বশেষ অবস্থা আগামী ১৮ জানুয়ারির মধ্যে ঘোষণা করবে ইসি। এরই মধ্যে অধিকাংশ প্রার্থীই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা বরাবর আপিল করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102