ঢাকার রাস্তায় মানুষের ঢল, গন্তব্য ৩০০ ফিট
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা উৎসবমুখর হয়ে উঠেছে। তাকে স্বাগত জানাতে ৩০০ ফিটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহাখালী থেকে বিমানবন্দর সড়কের রাস্তায় মানুষের ঢল। পায়ে হেঁটে হাজার হাজার মানুষ যাচ্ছে ৩০০ ফিটের উদ্দেশে।এতটা বছর পর প্রিয় নেতাকে দেখতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন পথ ধরে ঢাকায় আসছেন দলের নেতাকর্মী-সমর্থকরা। সেই সঙ্গে সাধারণ মানুষও ভিড় করছেন। ভিড় ও অন্যান্য ভোগান্তি এড়াতে আগেই উপস্থিত হতে তাদের মধ্যে দেখা গেছে অদম্য উৎসাহ।মহাখালী থেকে বিশ্বরোডের দিকে হেঁটে আসছিলেন সিরাজগঞ্জ থেকে আসা রবিউল (২৫)।বন্ধুদের নিয়ে ১৫ জন একসঙ্গে এসেছেন তারা। বনানী এলাকায় কথা হয় রবিউলের সঙ্গে। তিনি বলেন, ‘রাতের বাসে ঢাকায় এসেছি। মহাখালী থেকে আর কোনো গাড়ি পাইনি।তাই অন্যদের মতো হেঁটেই যাচ্ছি।’রবিউল বলেন, ‘দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তিনি দেশে আসতে পারেননি। দেশনায়ক তারেক রহমাকে স্বাগত জানাতে সিরাজগঞ্জ থেকে এসেছি, ইতিহাসের সাক্ষী হতে এসেছি।’রাজধানীর জিগাতলা থেকে ৩০০ ফিটের দিকে হেঁটে আসছিলেন ফখরুদ্দিন বুলবুল।তিনি বলেন, ‘মহাখালী পর্যন্ত গাড়ি দিয়ে আসতে পেরেছি। তারপরে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। সেখান থেকে হেঁটে যাচ্ছি। আমার মতো লাখ লাখ মানুষ তারেক রহমানকে স্বাগত জানাতে হেঁটে ৩০০ ফিটে যাচ্ছেন।’
মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় দেখা গেছে, মিরপুরের বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বনানী থেকে এমইএসে সড়কে পায়ে হাঁটা মানুষের ঢল। বিশ্বরোড এলাকায় এরই মধ্যে হাজার হাজার বাসের জটলা পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনো ৩০০ ফিটের দিকে আসছে শত শত মিছিল। বাস ও ট্রাকে আসছেন নেতাকর্মীরা।ঢাকায় যাদের আত্মীয়-স্বজন বা থাকার ব্যবস্থা আছে, তারা পথের দুর্ভোগ এড়াতে আগেভাগে ঢাকায় চলে এসেছেন। তবে গত সোমবার থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। গতকাল বুধবার রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে, লঞ্চে, বাসে চেপে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবিসহ নানা তথ্য শেয়ার করেছেন ফেসবুকে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..