বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

আগামী বছর থেকে জাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে : প্রোভিসি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোরে এই তথ্য জানান। এসময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, এ বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। আশা রাখছি, আগামী বছর অর্থাত্ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।এর মাধ্যমে শিফটভিত্তিক প্রথা বিলুপ্তি হবে কি না এ বিষয়ে জিজ্ঞেস করলে, তিনি জানান এ বিষয়ে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে এবং যা ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102