ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মুফতি নেয়ামতুল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর উত্তরার আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিস কেন্দ্রীয় মজলিসে আমেলা সদস্য মাওলানা মাহমুদ হুজাইফা, উত্তরা পূর্ব থানার সভাপতি মাওলানা ফজলুল হক সিদ্দিকী, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা রিয়াদ হাসান, মাওলানা ইলিয়াস, মাওলানা সুলাইমান সাদসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, “ঢাকা–১৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক নেতৃত্ব থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন পেলে এই আসনে ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও বলেন, শিক্ষা, যুবসমাজের নৈতিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর নির্বাচনী অগ্রাধিকার।
বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মধ্য দিয়ে মুফতি নেয়ামতুল্লাহ আমিন একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
এ সময় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।