মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী।কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে একজন চিকিৎসাধীন রোগীসহ আরো সাতজন আরোহী ছিলেন।গ্যালভেস্টনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং দুর্ঘটনার পর টেক্সাস উপকূলসংলগ্ন জলসীমায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।মেক্সিকোর নৌবাহিনী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা চারজন নৌবাহিনীর কর্মকর্তা, চারজন বেসামরিক নাগরিক এবং একজন শিশু রোগী ছিলেন। যাত্রীদের মধ্যে দুইজন একটি অলাভজনক সংস্থার সদস্য, যারা গুরুতরভাবে দগ্ধ মেক্সিকান শিশুদের সহায়তা প্রদান করে।মার্কিন কোস্টগার্ডের একজন অফিসার লুক বেকার বলেছেন, ‘বিমানে থাকা কমপক্ষে পাঁচজন মারা গেছেন। তবে নিহতদের মধ্যে করা করা আছেন, তা এখনও শনাক্ত করেননি। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।’ মেক্সিকোর মেরিনস এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।সোমবার বিকেলে গ্যালভেস্টন উপসাগরে গ্যালভেস্টন দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী কজওয়ের পাদদেশের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী এবং অনুসন্ধান দল ঘটনাস্থলে ছুটে যায়।মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, অলাভজনক সংস্থাটির ওয়েবসাইট অনুসারে, বিমানটি মিচৌ এবং মাউ ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল মিশনে সহায়তা করছিল। তারা গ্যালভেস্টনের শ্রাইনার্স চিলড্রেনস হাসপাতালে অগ্নিদগ্ধ শিশুদের জরুরি পরিবহন সরবরাহ করে।ফাউন্ডেশনটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি।শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে আমরা তাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি। নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি এবং অগ্নিদগ্ধ শিশুদের মানবিক, সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ চিকিৎসাসেবা দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালভেস্টনের দিকে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার কারণ বা পরিস্থিতি সম্পর্কে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি।এদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-এর তদন্তকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।এনটিএসবির একজন মুখপাত্র জানান, তারা দুর্ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে গ্যালভেস্টন কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তাদের ডাইভ টিম, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট ও টহল দলের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কাজে অংশ নিচ্ছেন।এই দুর্ঘটনার পেছনে আবহাওয়া কোনো ভূমিকা রেখেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ ক্যামেরন বাতিস্টে জানান, গত কয়েক দিন ধরে এলাকাটিতে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছিল। তার ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর প্রায় আড়াইটার দিকে কুয়াশা আরো ঘন হয়ে আসে, তখন দৃশ্যমানতা নেমে আসে প্রায় আধা মাইল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102