মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

যানজট এড়াতে বিমানবন্দরগামী যাত্রীদের আগাম সতর্কবার্তা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সম্ভাব্য এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটি।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ ব্যাপক জনসমাগম হতে পারে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এমন পরিস্থিতিতে ফ্লাইট মিস বা ভ্রমণজনিত ভোগান্তি এড়াতে যাত্রীদের স্বাভাবিক সময়ের চেয়ে আগেভাগে বাসা থেকে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয়—সে লক্ষ্যেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিজ্ঞপ্তিতে যাত্রীদের সহযোগিতা কামনা করে বলেন, নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখা যাত্রীদের জন্য জরুরি।উল্লেখ্য, ২৫ ডিসেম্বর ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগম ও যান চলাচলের চাপ তৈরি হতে পারে বলে আইন-শৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও সতর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102