মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা, আটক ২

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
বগুড়ার দুপচাঁচিয়ায় একটি শোরুমের মালিক পিন্টু আকন্দকে (৩৫) অপহরণ হওয়ার ছয় ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মরদেহ রাত ৩টার দিকে পাশের আদমদীঘি উপজেলার কুমারপুর এলাকায় রাস্তার পাশে পাওয়া যায়। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানিনগর উপজেলার লোহাচুরা গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ডে ‘লটো’ শোরুমের মালিক ছিলেন।পুলিশ জানায়, সোমবার (২২ নভেম্বর) রাত ৯টা ৮ মিনিটে একটি সাদা হায়েস মাইক্রোবাস শোরুমের সামনে এসে থামে।গাড়ি থেকে মুখ ঢাকা চার জন ব্যক্তি নেমে শোরুমে প্রবেশ করে পিন্টুকে আগ্নেয়াস্ত্রের মুখে টেনে নিয়ে আসে এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে পালিয়ে যায়। পুলিশের একাধিক দল সন্ধান চালানোর পর পিন্টুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102