পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে চলমান বিদ্যুৎ সংকট, দীর্ঘ লোডশেডিং, নিম্ন ভোল্টেজ এবং ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের ঘন ঘন বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি (ইউকেপিএনপি)। দলের মুখপাত্র সরদার নাসির আজিজ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, এসব কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং রাওয়ালাকোট, পুঞ্চ ও আশপাশের এলাকায় চলমান শাটারডাউন কর্মসূচির প্রতি দলটির পূর্ণ সংহতি রয়েছে। তিনি অভিযোগ করেন, আড়াই বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ জনগণের গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করছে। পূর্বের চুক্তি বাস্তবায়ন না করে আন্দোলন দমনে বলপ্রয়োগ করা হয়েছে, এতে বহু মানুষ নিহত হয়েছে এবং আন্দোলনকে কলঙ্কিত করতে প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।