হাদি হত্যার বিচার ও প্রশাসনে ফ্যাসিবাদী দোসরদের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর উত্তরা। শুক্রবার (আজ) বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। জুমার নামাজ শেষে উত্তরা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লি, আলেম-ওলামা ও সচেতন জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদী দমন-পীড়নেরই ভয়াবহ বহিঃপ্রকাশ। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনমনে চরম ক্ষোভ তৈরি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী দোসররা সক্রিয় রয়েছে। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এ ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাই দ্রুত প্রশাসনের ভেতর থেকে এসব দোসরদের চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উত্তরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা জসিমুদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “হাদির হত্যাকারীদের ফাঁসি চাই”, “ফ্যাসিবাদী দোসরদের বিচার চাই”, “নিরাপদ বাংলাদেশ চাই”—এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট স্থানে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে তারা ইঙ্গিত দেন।