ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ নগর কার্যালয়ে নগর সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন দেশ, সমাজ ও শিক্ষাঙ্গনে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নবগঠিত নেতৃত্ব কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসাইন হাজারীর সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়। সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আবু হানিফ সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে বলেন, ইসলামী আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠনে ঢাকা মহানগর উত্তর শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মেলনের শেষে ২০২৬ সেশনের জন্য নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম মুস্তফা হোসাইন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ আবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আকবর।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের অধিকার ও নৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন।