পদত্যাগ করলেন এফবিআই-এর উপপরিচালক
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)–এর উপপরিচালক পদ থেকে সরে দাঁড়াবেন ড্যান বংগিনো। এক্স-এ একটি পোস্টে তিনি এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, সেইসঙ্গে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানান।এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বংগিনোর কাজের প্রশংসা করে বলেন, ‘সাবেক এই পডকাস্ট উপস্থাপক দায়িত্বে দারুণ কাজ করেছেন এবং তিনি আবার নিজের মিডিয়া কার্যক্রমে ফিরতে চান’।গত ফেব্রুয়ারিতে বংগিনোকে নিয়োগ দেন ট্রাম্প।এফবিআইয়ের ভেতরে তার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় পদটির জন্য ব্যতিক্রমী নির্বাচন ছিলেন বংগিনো। তার নিয়োগের বিরোধিতাও করেছিল এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন।বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তার সিদ্ধান্ত ঘোষণা করে বংগিনো বলেন, ‘আমি জানুয়ারিতে এফবিআই-এ আমার পদ ছেড়ে দেব। সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি ট্রাম্প, প্যাম বন্ডি এবং পরিচালক প্যাটেলকে ধন্যবাদ জানাতে চাই।সংস্থায় যোগ দেওয়ার আগে বংগিনো ডোনাল্ড ট্রাম্প-এর ২০২০ সালের নির্বাচনে জয়ের মিথ্যা দাবি এবং ২০২১ সালের ৬ জানুয়ারির পাইপ বোমা তদন্ত নিয়ে ভুয়া তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছিলেন। বুধবার এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে বংগিনোর কাজের প্রশংসা করে বলেন, তিনি স্বচ্ছতার পক্ষে কথা বলেছেন। প্যাটেল লেখেন, ‘তিনি শুধু লক্ষ্য পূরণ করেননি, তার চেয়েও বেশি করেছেন।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..