বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

বিশ্বকাপে খেলার লক্ষ্যে নতুন চুক্তিতে বড় অগ্রগতি নেইমারের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে ক্রীড়া ভিত্তিক একাধিক গণমাধ্যম। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকার সম্ভাবনা জোরালো হয়েছে তার।৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ফের নিয়মিত ফুটবলে ফিরলেও, চলতি মাসের শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।তবে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ও সান্তোস এখন ‘অগ্রসর পর্যায়ের’ আলোচনায় রয়েছেন এবং খুব শিগগিরই ছয় মাসের নতুন চুক্তিতে সই হতে পারে।নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব, যার মধ্যে লিওনেল মেসির ইন্টার মায়ামির নামও শোনা যায়। তবে সব প্রস্তাব উপেক্ষা করে সান্তোসেই থাকতে চান নেইমার। গত মৌসুমে তার অবদানে সান্তোস শীর্ষ লিগে টিকে থাকে।চলতি বছরে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।এদিকে, নেইমারের হাঁটুর চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিগগিরই তার হাঁটুর অস্ত্রোপচার হবে, যার ফলে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে।বর্তমানে মৌসুম শেষ হওয়ায় ছুটিতে আছেন নেইমার, নতুন মৌসুম শুরু হবে জানুয়ারির শেষ দিকে।জাতীয় দলে ফেরাই এখন নেইমারের বড় লক্ষ্য। প্রায় দুই বছর ধরে তিনি ব্রাজিল দলে নেই, তবে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন। সান্তোসে ফেরার পর তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে ফেরাটা আমার বড় লক্ষ্য। বিশ্বকাপ জেতার একটা মিশন এখনো বাকি আছে, সম্ভবত এটিই আমার শেষ সুযোগ।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও নেইমারকে একেবারে বাদ দিচ্ছেন না। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফর্ম ও ফিটনেসই চূড়ান্ত সিদ্ধান্তের মানদণ্ড হবে। আনচেলত্তির ভাষায়, ‘নেইমার যদি যোগ্য হয়, যদি ভালো খেলেন এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকেন, তাহলে তিনি বিশ্বকাপে খেলবেন। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।’২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় সেলেসাও। আর সেই স্বপ্ন পূরণে নেইমার থাকবেন কি না, তা নির্ভর করছে সামনের কয়েক মাসে তার পারফরম্যান্স ও ফিটনেসের ওপর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102