নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের খবরে বলা হয়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এ বার্তা পাঠানো হয়। হামলায় চারজন নিহত হন।প্রতিবেদন অনুসারে, একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের বার্তা ছিল, ‘আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু গাজায় চুক্তি সম্পাদনের পর রাষ্ট্রপতি ট্রাম্পের সুনাম নষ্ট করার অনুমতি আমরা আপনাকে দেব না।’মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সরকার হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেনি বা তাদের সঙ্গে পরামর্শ করেনি।গাজার হামাস প্রধান খলিল আল-হাইয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন, ইসরায়েলি হামলায় সাদ নিহত হয়েছেন।শনিবার এক বিমান হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত সাদ বেশ কয়েকটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন। ১০ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলা চালানো হয়।চুক্তির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ হাজার ০৬৩ জনকে আহত করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।যাদের বেশির ভাগই নারী ও শিশু এবং ১ লাখ ৭১ হাজার ১০০ জনেরও বেশি আহত হয়েছে, যা যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..