রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

আ.লীগের তাণ্ডবে বিএনপির ২২ নেতাকর্মী আহত, ৩ অফিস ভাঙচুর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর, দলটির ৩টি অফিস ভাঙচুর, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি–পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলা এবং ২২ নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমেদ জুয়েল জানান, সোমবার বিকাল ৩টা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একটি জনসভা করে। ওই জনসভায় বিশেষ অতিথি করা হয় রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহলকে। স্থানীয় বিএনপি নেতাদের আপত্তির কারণে সোহেলকে জনসভায় উপস্থিত না থাকার অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রশাসনকেও অবগত করে চিঠি দেয় উপজেলা বিএনপি।

তিনি অভিযোগ করেন, এতে ক্ষুব্ধ হয়ে জেএসডির জনসভায় সোহেল উপস্থিত না থাকলেও রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকা থেকে কয়েকশ জলদস্যু এনে বিএনপি নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালানো হয়।

সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জেএসডির প্রার্থী তানিয়া রবের ‘তারা’ মার্কার সমর্থনে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা চলাকালে সোহেলের ভাড়া করা বাহিনী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রামদয়াল বাজারে বিএনপির দুটি এবং সৈয়দ মৌলভীরহাট বাজারে একটি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্রসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি–পোস্টার–ব্যানার ভাঙচুর করা হয়। রামদয়াল বাজারে বিএনপি নেতাদের কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।

হামলায় ছাত্রদল ও বিএনপির মোট ২২ নেতা আহত হন। আহতরা হলেন—উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, পারভেজ খান, চর আলগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ, চররমিজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিব, শ্রমিকদল নেতা দিদার হোসেন বাবুল, ছাত্রদল নেতা রাকিব, অন্ত, বাধন, রিফাত, শিবলু, রিয়াজ ব্যাপারি, বিএনপি নেতা মো. বাহার, মো. রাশেদ, আব্দুল ওয়ারেছ, মো. শাকিল, মো. সোহেল, মো. দেলোয়ার, মো. হাসান তারেক, মো. রকি, মো. বাপ্পি ও আরাফাত হোসেন অভি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা দিদার হোসেন খন্দকার, চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও বলেন, আওয়ামী লীগ নেতা শরাফ উদ্দিন আযাদ সোহল গত ১৭ বছর ধরে রামগতি উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীকে পুলিশি হয়রানি ও গ্রেফতারের মাধ্যমে দমন–পীড়ন চালিয়েছেন। আওয়ামী লীগের পতনের পর তিনি জেএসডির প্রার্থী তানিয়া রবের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় বিএনপি নেতাদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।

তারা আরও বলেন, ২২ নেতাকর্মীর ওপর অতর্কিত হামলার ঘটনায় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সোহেলকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102