ঋণের শর্তাবলী না মেনে জনতা ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, তাঁর ভাই রাশেদুল আলম, ওসমান গনি ও শহীদুল ইসলাম এবং জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান ড. জামাল উদ্দিন ও ড. এস এম মাহফুজুর রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (৭ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয় ১-এ মামলাটি করেন। দুদকের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুয়া কাগজপত্রে গ্লোবাল ট্রেডিং করপোরেশনের নামে জনতা ব্যাংক আগ্রাবাদ সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে এক হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৫৯ দশমিক ৭১ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদকের তদন্তদল।







