বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  নামাজের পর কুয়ালালামপুরের তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররামে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মোকাররামের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক।

তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, ঢাকা মহানগর সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সুমন চৌধুরী মিজান, আবুল বাশার আকন, মো. কামাল হোসেন, ইঞ্জি. শাহজালাল, মো. জাহাঙ্গীর সরদার, মো. সুমন, মো. হুমায়ুন, জসিম উদ্দিন, আল ইমরান, শাহিন আলম, মো. রিপন, আজিজুর রহমান, রফিক সরকার, মিজান মজুমদার, মো. ইসলাম প্রমুখ।

নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় দেশ–বিদেশে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন চলছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102