সিরিয়া নিয়ে সতর্কবার্তার পরই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়। এর কিছুক্ষণ আগেই ট্রাম্প সিরিয়াকে অস্থিতিশীল না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন।গত সোমবার দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত হওয়ার পর ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েলের উচিত সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করা। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের পথে কোনো বাধা সৃষ্টি না করে ইসরায়েলের উচিত শক্ত ও আন্তরিক সংলাপ বজায় রাখা।নেতানিয়াহুর দপ্তর জানায়, কথোপকথনে তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, যেসব দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ও আলোচনায় উঠে আসে।
এ ছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে শিগগিরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বলে দপ্তর জানিয়েছে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।গত বছর বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ট্রাম্প ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন।তবে সিরিয়ায় ইসরায়েলের শত শত হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার অগ্রগতিতে তিনি খুব সন্তুষ্ট। আল-শারা গত নভেম্বরে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আল-শারা সিরিয়া ও ইসরায়েলের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সম্পর্ক গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন।তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে দেশটির সরকার যেন নির্ধারিত পথে থাকে, সে জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..