বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আয়োজিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬ দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল টঙ্গীর মেইল গেইটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল হোসেন আর নেই স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সোহরাওয়ার্দীতে ভুল ইঞ্জেকশনে শিশুর মৃত্যু, অভিযুক্ত নার্স পলাতক একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে: নজরুল ইসলাম খান বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ ‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল’ ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

বিজয় মাসের প্রথম দিন: মুক্তির চেতনাকে ধারণের নতুন অঙ্গীকার : ইব্রাহিম শিকদার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বর বাঙালির চেতনার মাস। বছরের বারো মাসের ভিড়ে এই এক মাস আমাদের জাতীয় ইতিহাসকে নতুন করে আলোড়িত করে। আজ বিজয় মাসের প্রথম দিন—একদিকে স্মরণ, অন্যদিকে নবযাত্রার প্রতীক।

১৯৭১ সালের বীর শহীদেরা তাঁদের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ উৎসর্গ করেছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে ধারণ করা—এই মাসের প্রথম দিনের সবচেয়ে বড় তাৎপর্য। বিজয়ের মাস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীন বাংলাদেশ কোনো আকস্মিক অর্জন নয়। এর পেছনে আছে দুঃখ-যন্ত্রণা, রক্ত, অশ্রু ও লাখো মানুষের ত্যাগ। পাকিস্তানি শাসনযন্ত্রের নিষ্ঠুরতা, দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সাহসী বাঙালি। ৯ মাস ধরে চলা যুদ্ধের প্রতিটি দিনই ছিল অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেই সংগ্রামের গৌরবময় বিজয়ের সুবাস ছড়িয়ে পড়েছিল ডিসেম্বরের হিমেল বাতাসে।
স্বাধীনতার চেতনা এখনও সমান গুরুত্বপূর্ণ আজকের বাংলাদেশ দ্রুত এগোচ্ছে—কিন্তু চ্যালেঞ্জও কম নয়। সমাজে ভ্রান্ত ধারণা, ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িকতা ও বৈষম্য এখনো বিভিন্ন রূপে মাথাচাড়া দিয়ে ওঠে। মুক্তিযুদ্ধের যে গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ-এখনও তা প্রতিষ্ঠার সংগ্রাম চলমান। নতুন প্রজন্মকে স্বাধীনতার সত্য ইতিহাস জানানো আজ অত্যন্ত জরুরি। কারণ বিকৃত ইতিহাস জাতিকে পথভ্রষ্ট করে, আর সত্য ইতিহাস তাকে পথ দেখায়। বিজয় মাসের প্রথম দিন তাই শুধু শ্রদ্ধার নয়-দায়িত্বেরও দিন। আজকের শিক্ষাঙ্গনে নানা অনিয়ম, বৈষম্য, বাণিজ্যিকীকরণ ও দমনের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। শিক্ষা যেন সকলের অধিকার হয়, তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করা-এই বিজয় মাসে আমাদের অন্যতম দায়িত্ব।
বিজয়ের প্রথম দিন আমাদের মনে করিয়ে দেয়-স্বাধীনতা রক্ষা একটি চলমান দায়িত্ব। অন্যায়কে চ্যালেঞ্জ করা, দুর্নীতির বিরোধিতা করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়ানো এবং সমাজে মানবিকতা প্রতিষ্ঠা করা-এগুলোই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা।বিজয়ের প্রথম কথা
মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন,
সেটি বাস্তবায়নে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। শিক্ষার্থী, তরুণ, শ্রমিক, কৃষক-সবাই মিলে একটি সমতাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। বিজয় মাসের প্রথম দিন আমাদের শুধু অতীত স্মরণ করায় না, ভবিষ্যতের পথচলাও নির্ধারণ করে।
আসুন, আমরা সবাই মুক্তিযুদ্ধের মূল্যবোধকে হৃদয়ে ধারণ করি-গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ।

এই চেতনাতেই বাঙালি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

ইব্রাহিম শিকদার
আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
উত্তরা পূর্ব শাখা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102