রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট জারি, ফ্লাইট বাতিল

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
দক্ষিণ ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। ঝড়ের আগাম প্রভাবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এসব অঞ্চলে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের খুব কাছে দিয়ে অগ্রসর হবে।তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস. এস. আর. রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাব্য বিপদ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র বলেন, উপকূলে ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার গতির বাতাস বয়ে যাচ্ছে, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাডু ও পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে।এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে।তিনি জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হওয়ায় রেড অ্যালার্ট বলবৎ রয়েছে। কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি আছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।আইএমডি জানায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু–পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। প্রশাসন ও উপকূলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102