বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এই হামলা আমাদের দেশের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকিকে সামনে নিয়ে এসেছে। আগের প্রশাসন ২ কোটি অজানা ও যাচাইবিহীন বিদেশিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছে। কোনো দেশই নিজের টিকে থাকার জন্য এমন ঝুঁকি মেনে নিতে পারে না।’
এর আগের সপ্তাহেই মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া সব শরণার্থীর নথি পুনরায় যাচাইয়ের ঘোষণা দিয়েছিল। বুধবার যুক্তরাষ্ট্র আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থাটি জানায়, নিরাপত্তা ও যাচাই–সংক্রান্ত নিয়মগুলো পুনরায় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।