বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

যারা বিএনপি করে না, তাদেরও আতঙ্কিত হওয়ার কারণ নেই : খন্দকার নাসিরুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, যারা বিএনপি করেন না, তাদেরও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, ‘বিএনপি সকালে এক কথা, বিকালে আরেক কথা বলে না। বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি করা দল।’ গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকালে ফরিদপুরের মধুখালী ঈদগাহ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।খন্দকার নাসির বলেন, ‘গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। শত নির্যাতনকে উপেক্ষা করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে আগলে রেখেছেন। আর নির্যাতন ও কারাবরণ করে দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন তারেক রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত।তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। ৩১ দফাই পারে একটি বাংলাদেশকে এগিয়ে নিতে। তিনি আরো বলেন, ফরিদপুর-১ আসনে কোনদিন ধানের শীষ বিজয়ী হতে পারেনি; এবার সুযোগ দিলে ধানের শীষ-কে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটিকে উপহার দিতে চাই।’ স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার নাসির বলেন, ‘গত ১৭ বছরে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও আপোষ করিনি, আপনাদের ছেড়ে যাইনি।দলের দুর্দিনে আপনাদের পাশেই ছিলাম, এখনো আছি। দল আমাকে সুযোগ দিলে সর্বপ্রথমেই আমি তিন উপজেলার নির্যাতিত পরিবারকে নিয়ে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘আপনারা সুসংগঠিত ভাবে কাজ করুন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষ-কে বিজয়ী করতে মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন।’ মধুখালী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102