খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কামনা করেন।বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা চতুর্থ দিনের মতো রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত রবিবার রাত থেকে তিনি হাসপাতালের কেবিনে থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।‘খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ‘আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে অন্তরের অন্তস্তল থেকে তাঁর (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে আশা প্রকাশ করছি, তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসেন।’