সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ঢাকা শহরে এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক: মীর স্নিগ্ধ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঢাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুলেছেন জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি লিখেছেন — ঢাকার মতো বড় শহরে এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক। বহুদিনের অবহেলা ও নজরদারির ঘাটতির ফলেই আজকের এই দুর্দশা।

আজ (বৃহস্পতিবার) রাতে নিজ ফেসবুক একাউন্টের এক পোস্টে এ বিষয়ে নিজ মতামত জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন- ঢাকার কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন। আমরা গভীরভাবে মর্মাহত। ঘটনাস্থলে গিয়ে আমরা বন্ধুরা যেই পরিস্থিতি দেখেছি—তা যেন এক মৃত্যুপুরি!

কড়াইল বস্তির সংকট তুলে ধরে স্নিগ্ধ লিখেছেন- নেই গ্যাসলাইনের সঠিক ব্যবস্থা। নেই পর্যাপ্ত পানির সংযোগ। বিদ্যুতের তার ছড়িয়ে–ছিটিয়ে ঝুঁকিপূর্ণ ও অতি ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।

সবাইকে কড়াইল বস্তির মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্নিগ্ধ লিখেন —জাতি–ধর্ম–বর্ণ–দল-মত নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আমরা অতীতে বহু দুর্যোগে একসাথে লড়েছি—এবারও আমাদের কড়াইলের ভাই–বোনদের পাশে দাঁড়াতে হবে।

নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ জানিয়ে স্নিগ্ধ লিখেন —একই সঙ্গে প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। শুধু আগুন নয়—ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্পসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়ানো জরুরি। ছাত্র–ছাত্রী ও যুবসমাজকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের আওতায় আনার কথাও গুরুত্ব দিয়ে ভাবা উচিত।

পোস্টে স্নিগ্ধ আরো জানান — ঢাকা ও দেশের অন্যান্য ঘনবসতি এলাকাগুলোর জন্য প্রয়োজন কার্যকর ও সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা। এখনই ব্যবস্থা নেওয়ার সময়—কাল নয়।

এর আগে বুধবার রাতে নিজ বন্ধুদের নিয়ে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও শীত উপকরণ বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102