এ ছাড়া ৭৫৩ নম্বর লকারে চার হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। দুই লকারে ৯ হাজার ৭০৭ দশমিক ১৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যা প্রায় ৮৩৩ ভরি স্বর্ণের সমান। এর আগে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল।