বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
আগেই রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর অপেক্ষা ছিল ফাইনালের প্রতিপক্ষের জন্য। একইদিনে (শুক্রবার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। আগামী রবিবারে (২৩ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।এর আগে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ পায়নি পায়নি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে নেন ৪ উইকেট।২২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন ত্রাভিন ম্যাথু।রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। ১.২ ওভারে ২৯ রান তুলে ফেলেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে। ৭ বলে ২ চার ও ৩ ছয়ে ২৭ রান করে ক্রুসপুল্লে আউট হয়ে গেলে ১.৩ ওভারে ভাঙে ওপেনিং জুটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102