কিন্তু হালামবাগে ছোট ছোট জুটি গড়ে দলকে পথেই রাখার চেষ্টা করেন।তবে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলায় জয়ের পথ থেকে ছিটকে যাওয়ার উপক্রমই হয়। এ ছাড়া হালামবাগেও আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলেন মিলান রত্নানায়াকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে নিয়ে ৪৭ রান তুলে জয়ের আশাও দেখিয়েছিলেন তিনি।কিন্তু শ্রীলঙ্কা আর শেষ পর্যন্ত পারেনি। ৩২ বলে ৪০ রান করে ৩ বল বাকি থাকতে আউট হয়ে ফেরেন রত্নানায়াকে। শ্রীলঙ্কাও ৯ উইকেটে ১৪৮ রান তুলে খেলা শেষ করে। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম। শ্রীলঙ্কার পক্ষে ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন হালামবাগে।