বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১ জন দুঃস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন উপহার দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
বুধবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি কার্যালয় প্রাঙ্গনে এসব সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে এমন জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে মুহাম্মাদ আফাজ উদ্দিন উত্তরা নিউজকে বলেন— জনাব তারেক রহমানের জন্মদিনে কেক কাটার পরিবর্তে আমরা সেবামূলক কাজকে অগ্রাধিকার দিয়েছি। রাজনীতি মানুষের সেবা করার জন্য—নিজ এলাকার পরিচ্ছন্নতা ও মানুষের কল্যাণে সর্বদা নিবেদিত থাকতে হবে।
তিনি বলেন, ঢাকা–১৮ আসনে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। অপরাধীদের প্রতি বিএনপি কখনোই প্রশ্রয় দেবে না।