রাজধানীর নিকুঞ্জ এলাকায় খেলার মাঠে গড়ে ওঠা অবৈধ ফুডকোর্ট উচ্ছেদ না করে ফিরে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন বাসিন্দারা।
জানা যায়, আজ (সোমবার) বেলা ১২টার পর নিকুঞ্জ-২ এলাকার ১, ৮ ও বেনজীর সরণীর বিভিন্ন সড়ক ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে ডিএনসিসি। এর আগে গত ৩ নভেম্বর ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়। চিঠিতে এলাকার পার্ক ও খেলার মাঠে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টিও উল্লেখ রয়েছে।
তবে, দুপুরে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে বিভিন্ন সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও এলাকাবাসীর খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অবৈধ ফুডকোর্ট উচ্ছেদ নিতে দেখা যায়নি। এতে এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সচেতন বাসিন্দারা বলছেন, উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত শত শত এলাকাবাসী ডিএনসিসির কার্যক্রমকে স্বাগত জানায়। এলাকার একমাত্র খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অবৈধ ফুডকোর্ট উচ্ছেদ করা হবে এমনটাই সকলের ধারণা ছিল। কিন্তু, ডিএনসিসি সেটি না করে চলে গেছে।
স্থানীয় বাসিন্দা রানা ইব্রাহিম জানান, ডিএনসিসির এই লোক দেখানো অভিযান এলাকাবাসীর কোনো উপকারে আসবে না। আমাদের মূল দাবি ছিল খেলার মাঠের ফুড কোর্ট যে কোনো মূল্যে উচ্ছেদ করতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন সেই মূল সমস্যাটিতে হাত দেয়নি।
স্থানীয় বাসিন্দা ও সোসাইটি নেতা জাহিদ ইকবাল জানান, আমাদের সবচেয়ে বড় দাবি ছিল খেলার মাঠে কোনোভাবেই যেন ফুডকোর্ট না থাকে। চিঠিতে স্পষ্টভাবে খেলার মাঠের অবৈধ স্থাপনা অপসারণের কথা উল্লেখ আছে। কিন্তু, বাস্তবে আজ এর কিছুই আমরা দেখতে পাইনি।
এ বিষয়ে জানতে চাইলে উচ্ছেদ অভিযানটির নেতৃত্বে দেয়া ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি মুঠোফোনে বলেন, ওই জায়গাটা (খেলার মাঠ) আমাদের না। ওটা রাজউকের জায়গা। আশপাশের যেসব ফুটপাত রয়েছে আমরা ফুটপাত উচ্ছেদ করেছি। ওটার (খেলার মাঠের) ব্যাপারে রাজউকের সাথে কথা বলুন।