ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও হতাশ মাহমুদুল
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে তৃপ্তির ঢেকুর তোলার কথা মাহমুদুল হাসান জয়ের। তবে বাংলাদেশি ব্যাটার সেই সন্তুষ্টি পাচ্ছেন না। পাবেন কি করে? আরো বড় সুযোগ যে হাতছাড়া করেছেন তিনি।প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করা সুযোগ পেয়েছিলেন মাহমুদুল।আজ সেই লক্ষ্যেই অপরাজিত ১৬৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। কিন্তু আজ ২ রান যোগ করেই ড্রেসিংরুমের পথ ধরলেন। ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রানে থামলেন বাংলাদেশি ওপেনার। তাতে স্বপ্ন অধরাই রইল তার।তাই সেরা ইনিংস খেলার পরেও আক্ষেপ ঝরল মাহমুদুলের কণ্ঠে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন, ‘হ্যাঁ অবশ্যই একটু হতাশ। আমার জীবনে প্রথম ২০০ করার সুযোগ ছিল যদি ক্যারি করতে পারতাম। ক্যারি করতে পারিনি শেষ পর্যন্ত।তবে প্রত্যাবর্তনে এমন ইনিংস খেলতে পেরে খুশি মাহমুদুল। ৭ মাস পর টেস্ট খেলতে নামা ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘সব মিলে আমি খুশি। অনেক দিন পর আমি দলে এসেছি। অনেক দিন পর বড় ইনিংস খেলতে পেরেছি। যদি ডাবল সেঞ্চুরি হতো আরো ভালো লাগত।দল থেকে বাদ পড়ার সময়টা নিয়ে এখন আর ভাবতে চান না মাহমুদুল। তিনি বলেছেন, ‘না যেটা চলে গেছে সেটা নিয়ে এখন চিন্তা করি না। যেটা সামনে আছে সেটা নিয়ে চিন্তা করছি। কারণ পাস্ট ইজ পাস্ট। এখন আরো কিভাবে উন্নতি করা যায়, কিভাবে ক্যারি করা যায় সেভাবে চিন্তা করছি।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..