রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারিক সাঈদ মামুন নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা।এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ। কি কারণে কারা তাকে হত্যা করল জানি না। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।