চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
চুয়াডাঙ্গায় ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। গতকাল শনিবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ভোর ও রাতে বেড়েছে ঠাণ্ডার অনুভূতি।ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক।শিশিরে ভিজে যাচ্ছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় বাইরে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরো বাড়তে পারে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..