বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

রাতে ডিউটি শেষে সকালে স্ট্রোক করে পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
কুমিল্লার বুড়িচংয়ে স্ট্রোক করে আশরাফুল রহমান (৪৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত আশরাফুল রহমান বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে আফরুজা ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণি, বড় ছেলে হাবিবুর রহমান হামিম পঞ্চম শ্রেণি পড়াশোনা করে এবং ছোট ছেলে ওমরের বয়স আড়াই বছর বলে জানা গেছে।দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান জানান, রাতে ডিউটি শেষ করে সকাল ৮টার দিকে আশরাফুল রহমান বুক ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। তিনি আমাকে জানান যে, দেবিদ্বার হাসপাতালে যাচ্ছেন।কিছুক্ষণ পর খবর পাই, তিনি মারা গেছেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, কনস্টেবল আশরাফুল রহমান দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সকাল দিকে হঠাৎ স্ট্রোক করলে সহকর্মীরা তাকে দেবিদ্বার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102