পাকিস্তান নারী দলের সঙ্গে কাজ করছেন ওয়াহাব রিয়াজ, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দেশটির সংবাদ মাধ্যমে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার বিষয়টি নিয়ে বার্তা দিয়েছে। সাবেক টেস্ট ক্রিকেটার ওয়াহাব রিয়াজকে ঘিরে ছড়ানো খবরের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।
পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াহাব রিয়াজ বর্তমানে বোর্ডের পরামর্শক হিসেবে কাজ করছেন এবং তিনি একাধিক বিভাগে দায়িত্ব পালন করছেন। মুখপাত্র বলেন, ‘নারী দলের সঙ্গে তাকে কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি।’
শেষ কিছু দিনে পাকিস্তানের গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে ওয়াহাব রিয়াজ পাকিস্তান নারী দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলল পিসিবি।
তবে সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ওয়াহাব রিয়াজ নারী ক্রিকেটের পরিচালক সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তারা একসঙ্গে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উন্নয়ন কৌশল তৈরি করছেন।
অন্যদিকে ধারণা করা হচ্ছে, ওয়াহাব রিয়াজ পাকিস্তান নারী দলের নতুন প্রধান কোচ হতে পারেন। মোহাম্মদ ওয়াসিমের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদটি খালি আছে। পিসিবি বর্তমানে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে।
পাকিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা ওয়াহাব রিয়াজ আগেও পুরুষ দলের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।