রাজধানীর উত্তরায় জুলাই যোদ্ধা সংসদ নামক সংগঠনের আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (শনিবার) দুপুরে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার বাসার সিলিং ফ্যানের সাথে ঝোলানো অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় আরমানের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানো ছিল। তবে তার হাটু বিছানার সাথে লাগানো ছিল।
নাম প্রকাশে প্রত্যক্ষদর্শীরা জানায়, এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
জানা যায়, আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। উত্তরায় জুলাই আন্দোলন চলাকালে সমুখ সারির নেতৃত্বে ছিলেন আরমান।
এ বিষয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ জানায়, ছবি দেখে মনে হচ্ছে এটা কোনো নরমাল সুইসাইডাল কেইস নয়।দেখে মনে হচ্ছে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে।এত অল্প যায়গাতে সুইসাইড কিভাবে হয়? তার পায়ের পাতায়ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গিয়েছে।
সন্ধ্যায় আইইউবিএটি শিক্ষার্থী রাজু আহম্মেদ জানায়, আরমানের লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে তার মাকে পুলিশের গাড়িতে করে বাসায় যাচ্ছি। আরমানের মা শুধু জিজ্ঞেস করছে- আমার ছেলেকে কেন নিল? আমরা মায়ের কান্না বিজড়িত এই প্রশ্নের উত্তর দিতে পারতেছি না।
এ বিষয় দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা উত্তরা নিউজকে বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে হত্যা নাকি অন্যকিছু পোস্টমর্টেম রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
ওসি জানান, সে ৮ নম্বর রেলগেট এলাকায় বাবা-মার সাথে থাকতেন।