বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ঐকমত্য কমিশন

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, জাতীয় ঐকমত্য কমিশন কিছু রাজনৈতিক দলের প্রস্তাব জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কমিশনের সুপারিশগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যা দেশের জাতিগত ও রাজনৈতিক ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি করবে।

বুধবার সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা এসব মন্তব্য করেন। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য হওয়া উচিত ছিল সব পক্ষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ প্রস্তাবনা তৈরি করা। কিন্তু আমরা দেখছি, কিছু দলের পক্ষের প্রস্তাবগুলোই গুরুত্ব পাচ্ছে, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে জাতির মধ্যে ঐক্যের বদলে বিভাজন সৃষ্টি হবে। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও নষ্ট হবে।”

তিনি জানান, বিএনপি শুরু থেকেই কমিশনের কাজকর্মের ওপর নজর রাখছে এবং ইতোমধ্যে দলের পক্ষ থেকে গঠনমূলক প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু সরকার ও কমিশন উভয়েই সেসব প্রস্তাব উপেক্ষা করছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা দেখতে পাচ্ছি, সরকার ও কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব আছে। কমিশন সরকারের ইচ্ছামতো কাজ করছে—যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102