বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

উত্তরায় রাতের অন্ধকারে মার্কেটের ‘দোকান উধাও’!

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ছবি: উত্তরা টাওয়ারের নিচ তলার ওই দোকান ভেঙ্গে ফেলার পর বর্তমানে জায়গাটির পজিশন পাল্টে ফেলার চেষ্টা করা হচ্ছে।

রাজধানীর উত্তরায় মালামালসহ মার্কেটের ভেতরে দোকান উধাওয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকান মালিকের অভিযোগ, রাতে দোকান গুছিয়ে তালা মেরে চলে যাওয়ার পরদিন সকালে ওই দোকান খুলতে এসে দেখেন প্রায় ১৮ লক্ষ টাকার মালামালসহ দুটি দোকান উধাও হয়ে গেছে।

রাতারাতি দোকান উধাওয়ের এমন ঘটনা ঘটেছে রাজধানী উত্তরার জসিমউদ্দিন এলাকায় অবস্থিত ‘উত্তরা টাওয়ার’ নামক মার্কেটের নিচ তলার ফ্লোরে। আর দোকান উধাওয়ের সাথে মার্কেট মালিক এম এইচ রশিদ জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী দোকান মালিক নিলুফা ইয়াসমিনের।

রাতে কান্না বিজরিত কণ্ঠে ভুক্তভোগী দোকান মালিক নিলুফা ইয়াসমিন জানায়, উত্তরা টাওয়ারের নিচ তলায় আমার দুটি দোকান ছিল। একটি ভেষজ ঔষধ বিক্রয়ের দোকান, অপরটি মানি এক্সচেঞ্চের দোকান। সকালে দোকানের লোকজন দোকান খুলতে গিয়ে দেখে দুই দোকানের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দোকান দুটিকে এক করে ফেলছে এবং দোকানের মালামাল, এসি এবং সাইনবোর্ডসহ সবকিছু ওরা লুট করে নিয়ে গেছে মার্কেটের মালিক পক্ষের লোকজন।


ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, মার্কেট মালিক এম এইচ রশিদ আমাদেরকে মার্কেট থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘ ১৫ বছর পাঁয়তারা করে আসছিল। আদালতে এ নিয়ে মামলাও চলমান। এখন সে গায়ের জোরে গত রবিবার রাতে আমার দোকান দুটি ভেঙ্গে মালামাল লুট করে রাতারাতি দোকানই উধাও করে ফেলেছে।

তিনি আরো জানান, সকালে খবর পেয়ে আমি উত্তরা পশ্চিম থানায় যাই এবং থানার এসআই নুর আলম এসে সবকিছু দেখে গেছে। কিন্তু, এখনো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে রাতে উত্তরা টাওয়ারের মালিক ও ম্যাকষ্টাট লি. নামক প্রাইভেট কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক এম এইচ রশিদের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উত্তরা টাওয়ারের মার্কেটিং ম্যানেজার পরিচয় দেয়া মো. শওকত হোসেন ওই দুই দোকান ভেঙে ফেলার কথা স্বীকার করে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, যতটুকু শুনেছেন তা ঠিক আছে। এটা একটা অফিসিয়াল ব্যাপার। আপনি একদিন আসেন। আসলে কথা বলতে সুবিধা হবে।

তবে রাতের অন্ধকারে ওই নারীর দোকান ভেঙে মালামাল লুটের কারণ জানতে চাইলে তিনি বলেন, মার্কেটের কাজ আমরা পরিস্কারভাবে জানি রাতেই করে। এর বাইরে যদি কিছু জানতে চান তাহলে আপনাকে অফিসে আসতে হবে।

এদিকে, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন নামের ওই নারী। অভিযোগে ম্যাকষ্টাট লি. নামক প্রাইভেট কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক ও উত্তরা টাওয়ারের মালিক এম এইচ রশিদসহ মোট ছয়জনের নাম পাওয়া গেছে।

রাতের অন্ধকারে মালামালসহ ওই মার্কেটে দোকান উধাও ও মালামাল লুটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  আমি এরকম একটা অভিযোগ শুনেছিলাম। এ বিষয়ে থানা অবগত আছে। আমি ওসিকে বলেছি এটা যেহেতু ল্যান্ড বিষয়ক বাট তার ওপর (ভুক্তভোগীর) যেন অবিচার না হয় সেটা দেখবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102