বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই এলাকার রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে ইমরান মায়ের সঙ্গে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। সেখানে আগে থেকে ইঁদুর দমনের জন্য অবৈধভাবে মসজিদ থেকে সংযোগ নিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন স্থানীয় আবু সালেহ। অসাবধানতাবশত ইমরান ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। অভিযুক্ত আবু সালেহ ঘটনার পর পলাতক রয়েছেন।

নিহত শিশুর মা রিপা বেগম বলেন, ‘আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।’

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, ‘মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102