মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনঃআপিলের চতুর্থ দিনের শুনানি মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি গ্রহণ করছে।

আজকের শুনানিতে ইন্টারভেনর হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, আর জামায়াতের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে রিটকারীদের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

গত ২১ অক্টোবর থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল শুনানি শুরু হয়। আদালত এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) অনুমতি দেন এবং শুনানির তারিখ নির্ধারণ করেন।

শুনানিকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, আপিল বিভাগ সাময়িক সমাধান নয়, বরং নির্বাচনকালীন সরকার নিয়ে একটি স্থায়ী ও কার্যকর সমাধান চায়, যা ভবিষ্যতে গণতন্ত্রকে স্থিতিশীল করবে।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গত দেড় দশকে দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনাগুলো মানুষকে শাসিতের বদলে শোষিত করেছে। জনগণের আন্দোলনের মধ্য দিয়েই আজ নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই।

উল্লেখ্য, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয়, যার পরিপ্রেক্ষিতে একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ব্যবস্থা বাতিল করা হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দল পুনর্বিবেচনার আবেদন করেন। এসব আবেদনের ভিত্তিতেই এখন পুনরায় আপিল বিভাগে চলছে আলোচিত মামলার শুনানি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102