সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

গুলশান কার্যালয়ে বিএনপি নেতার জয় বাংলা স্লোগান

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছেন দলটির কুমিল্লার লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা- ৯ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আবুল কালামের সমর্থনে ঢাকায় যাওয়া এই নেতা এমন কাণ্ড করেন। এমনকি বিষয়টি তিনি স্বীকারও করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

১৬ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুককে বলতে শোনা যায়, ‘কুমিল্লার লাকসাম থেকে আবুল কালামের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে হাজির হয়েছি। আবুল কালামকে ধানের শীষ উপহার দিলে নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয়, জয় হোক।’

২৬ অক্টোবর বিকালে গুলশানের ওই কার্যালয়ে কুমিল্লা বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নেতাদের সমর্থনে লাকসাম থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন কার্যালয়ের সামনে।

ফারুকের মুখে জয় বাংলা স্লোগানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লাকসামের এক বিএনপি নেতা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে চলেছেন তিনি। এজন্যই মুখে জয় বাংলা স্লোগান চলে আসছে।

এ বিষয়ে জানতে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, হঠাৎ করে সাংবাদিক এসে আমাকে বক্তব্য দিতে বলেন। আমি প্রস্তুত ছিলাম না। জয় বাংলা কথাটি কীভাবে যে মুখ থেকে বের হয়ে আসল- আমি নিজেই এখন হতভম্ব হয়ে আছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102