জাতীয় নাগরিক পাটি (এনসিপি) জানাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট এখনো জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে তাদের হাতে পৌঁছায়নি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানান, কমিশন এই গুরুত্বপূর্ণ ড্রাফট প্রদর্শনে এখনো অপারগতা প্রকাশ করেছে।
তিনি বলেন, “আমাদের কাছে সনদ বাস্তবায়নের প্রয়োজনীয় ড্রাফট উপস্থাপন করা হয়নি। এটি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং কার্যকারিতার জন্য একটি বড় অন্তরায়।” এনসিপি দাবি করছে, কমিশনের এই অবস্থান দেশের সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দেরি সৃষ্টি করছে।
এ বিষয়ে বৈঠকে আলোচনা হয় কমিশনের দায়দায়িত্ব এবং সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে। তবে বৈঠক শেষে কোনো সমাধান বা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। এনসিপি আশা প্রকাশ করেছে, কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রাফট প্রদান করবে, যাতে জুলাই সনদ কার্যকর করার পথ খোলা থাকে।
এনসিপি পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় সমন্বয়ের জন্য সনদ বাস্তবায়ন জরুরি। ড্রাফট প্রদর্শনের এই বিলম্ব ভবিষ্যতে নীতি গ্রহণ ও পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে।