শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

এলাকার উন্নয়নই হবে প্রথম কাজ: এম কফিল উদ্দিন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী জনাব এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “আমি এমপি হলে প্রথম কাজ হবে এলাকার উন্নয়ন করা।”

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) মাগরিবের নামাজ শেষে উত্তরা সেক্টর-৪ এর ২ নম্বর রোড বটতলা মসজিদের উঠানে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকে তিনি বলেন, “আমাদের এ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পরিচালিত হচ্ছে। তাঁর ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিটি মহল্লায় গিয়ে উঠান বৈঠক করছি, মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।”

এ সময় তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। তিনি এলাকার নানা সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং জনগণের দোয়া কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102