নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
এর আগে, চলতি বছরের ৩১ আগস্ট একবার ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। ওই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক রাজনীতির সম্ভাবনা ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নানা বিষয় উঠে আসে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এনসিপি সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকার কাঠামো এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে আসন্ন বৈঠকে।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।