পুরান ঢাকার আরমানিটোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর উত্তরা থানা সংসদ। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সিকদার এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে “গণতন্ত্রের জন্য হুমকি” বলে আখ্যা দেন।
ইব্রাহিম সিকদার বলেন, “সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভিন্নমতের কারণে তরুণদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এটি দেশের গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তার জন্য বিপজ্জনক সংকেত।”
তিনি জুবায়েদের হত্যাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলেন, “এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাম্য, তোফাজ্জলসহ পূর্ববর্তী সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারও সম্পন্ন করতে হবে।”
বিচারহীনতার দীর্ঘস্থায়ী সংস্কৃতিই অপরাধীদের বারবার সহিংসতায় উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এখনই এই চক্র ভাঙতে হবে, না হলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে।
নিহত জুবায়েদের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মতা জানিয়ে ইব্রাহিম বলেন, “যে তরুণদের হাতে আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব, তারাই যদি বারবার এভাবে হারিয়ে যায়, তাহলে আমরা কেমন ভবিষ্যতের দিকে এগোচ্ছি?”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতভেদের নামে সহিংসতা বরদাস্ত করা যাবে না। এই হত্যাকাণ্ডের তদন্তে যেন কোনো প্রকার প্রভাব, পক্ষপাত কিংবা চাপ না থাকে, সেটি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।
শেষমেশ তিনি একটি নিরাপদ, সহনশীল ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।